ভূপৃষ্ঠের ভেতরে কী পরিমাণ পানি আছে?

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ১০:১৫ পূর্বাহ্ণ

ভূপৃষ্ঠের প্রায় তিনচতুর্থাংশ জুড়ে পানি থাকলেও বড় প্রশ্ন হল, ভূগর্ভে আসলে কী পরিমাণ পানি লুকিয়ে আছে? ২০২১ সালে জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, পৃথিবীর বরফ ও হিমবাহের তুলনায় বেশিরভাগ পানি মাটির নীচে বা পাথরের ছিদ্রগুলোতে লুকিয়ে আছে, যা ভূগর্ভস্থ পানি হিসেবে পরিচিত। ভূপৃষ্ঠের নিচে প্রায় চার কোটি ৩৯ লাখ ঘন কিলোমিটার পানি আছে, বলেন ইউনিভার্সিটি অফ সাসকাচোয়ানএর হাইড্রোজোলজিস্ট ও গবেষণার মূল লেখক গ্র্যান্ট ফার্গুসন। খবর বিডিনিউজের।

এর মধ্যে প্রায় দুই কোটি ৭০ লাখ ঘন কিলোমিটার পানি ধারণ করে আছে অ্যান্টার্কটিকার বরফ। আর গ্রিনল্যান্ডে আছে ৩০ লাখ ঘন কিলোমিটার পানি। এছাড়া, অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বাইরের হিমবাহ প্রায় এক লাখ ৫৮ হাজার ঘন কিলোমিটার পানি ধারণ করে আছে বলে উল্লেখ রয়েছে গবেষণায়। ২০২১ সালের সমীক্ষা অনুসারে, ভূপৃষ্ঠে বৃহত্তম পানির উৎস হিসাবে বিবেচনা করা হয় মহাসাগরগুলোকে, যেখানে পানির পরিমাণ ১৩০ কোটি ঘন কিলোমিটার। আর ভূগর্ভস্থ পানিকে গোটা বিশ্বে পানির সবচেয়ে বড় উৎস হিসেবে উল্লেখ করা হয় গবেষণায়। ২০১৫ সালে নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় ধারণা করা হয়েছিল, পৃথিবীর অগভীর ভূগর্ভস্থ এলাকায় দুই কোটি ২৬ লাখ ঘন কিলোমিটার পানি আছে। এর বিপরীতে, ভূত্বকের ১০ কিলোমিটারের মধ্যে থাকা পানিকেও ভূগর্ভস্থ পানি হিসেবে বিবেচনা করা হয় ২০২১ সালের গবেষণায়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.৫১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ভারত