সিএনজি ট্যাক্সিতে মিলল ২ কেজি ক্রিস্টাল মেথ, আটক ১

| শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে সিএনজি ট্যাক্সি তল্লাশি করে দুই কেজি ক্রিস্টাল মেথ আইসসহ এক তরুণকে আটক করা হয়েছে। যাকে ‘মাদক পাচারকারী’ বলছে বিজিবি। বিজিবি রামুর ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ছৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজারটেকনাফ সড়ক) রামু উপজেলার মরিচ্যা বিজিবির যৌথ তল্লাশি চৌকিতে এ অভিযান চালানো হয়েছে। আটক ছাইন মং থোয়াই মার্মা (১৮) বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যপাড়ার মংছাইন মার্মার ছেলে। খবর বিডিনিউজের।

ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, রাতে বিজিবির কাছে খবর আসে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান যানবাহন যোগে বিজিবির মরিচ্যা যৌথ তল্লাশি চৌকি অতিক্রম করবে। এ খবরে বিজিবির সদস্যরা গাড়ি তল্লাশি আরও জোরদার করেন। এক পর্যায়ে কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি সিএনজি ট্যাক্সি সেখানে পৌঁছালে বিজিবির সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়িতে যাত্রীর বেশে থাকা এক তরুণের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি চালানো হয়। এতে তরুণটির সঙ্গে থাকা একটি শপিং ব্যাগের ভিতরে পাওয়া যায় ২ কেজি ক্রিস্টাল মেথ আইস। আটক তরুণের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধডাঙ্গারচর প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধবাস্তবমুখী শিক্ষা অর্জনে ৩টি প্রতিষ্ঠান ঘুরে দেখলেন সিআইইউর শিক্ষার্থীরা