সিআরবিতে কোনো স্থাপনা নির্মাণ করা চলবে না

প্রগতিশীল গণসংগঠনসমূহের সমাবেশে বক্তারা

| বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১:৪৫ অপরাহ্ণ

সিআরবি রক্ষায় ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে প্রগতিশীল গণসংগঠনসমূহ চট্টগ্রাম জেলার সমাবেশ ও মিছিল গতকাল বুধবার নগরীর সিনেমা প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়। উদীচী চট্টগ্রামের সংগঠক প্রবাল দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার আইন বিষয়ক সম্পাদক নুরুচ্ছাফা ভুঁইয়া, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল সিকদার, উদীচী চট্টগ্রামের সংগঠক রমেন দাশগুপ্ত, ছাত্র ইউনিয়ন কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক অয়ন সেনগুপ্ত, সুবর্ণা দাশ, অনন্যা ভট্টাচার্য প্রমুখ। সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন। বক্তারা বলেন, চট্টগ্রাম নগরীর ফুসফুস খ্যাত সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়া চট্টগ্রামবাসীর স্বতঃস্ফূর্ত আন্দোলন কূটকৌশলের মাধ্যমে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে। পুঁজিপতির স্বার্থ রক্ষা করছেন চট্টগ্রামের সরকার দলীয় কতিপয় জনপ্রতিনিধি। তারা মুখে সিআরবি রক্ষার কথা বলে আন্দোলনরত চট্টগ্রামবাসীর বিশ্বাস অর্জন করে, গোপনে হাসপাতাল নির্মাণের জন্য কর্তৃপক্ষকে সুযোগ করে দিচ্ছে। হাসপাতাল শিরীষতলায় নির্মিত হচ্ছে না-এমন বক্তব্যের মাধ্যমে দেশবাসীর চোখে ধুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বক্তারা আরো বলেন, ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে এবং তৃণমূলে আন্দোলনকে ছড়িয়ে দিতে আমরা সমাবেশ করছি এবং ভবিষ্যতে বিভিন্ন এলাকায়ও আমাদের সমাবেশ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউদীচীর প্রতিবাদী সমাবেশে ঝুমন দাসের মুক্তি দাবি
পরবর্তী নিবন্ধফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাদ্য সহায়তা কর্মসূচি