সাড়ে ১২ কোটি টাকার আইস ফেলে পালাল চোরাকারবারি

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ৫:৫৬ পূর্বাহ্ণ

টেকনাফের চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে সাড়ে ১২ কোটি টাকা মূল্যের আড়াই কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার সকালে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দরগারছড়া এলাকায় বিশেষ অভিযান চালাতে যায় কোস্টগার্ডের সদস্যরা।
এ সময় সাগর পাড় থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউবনের দিকে যেতে দেখে কোস্টগার্ড সদস্যরা তাকে থামতে বলে। কিন্তু কোস্টগার্ডের কথা অমান্য করে ওই ব্যক্তি হাতে থাকা ব্যাগটি ঝাউবনে ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে ব্যাগটিতে তল্লাশি চালিয়ে দুই কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়, যেগুলোর আনুমানিক বাজার মূল্য ১২ কোটি পঞ্চাশ লাখ টাকা। জব্দকৃত ক্রিস্টাল মেথ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলবে আজ থেকে
পরবর্তী নিবন্ধবাবুলের দুই সন্তানকে জিজ্ঞাসাবাদ করতে চায় পিবিআই