সাহিত্যের প্রস্রবন স্থান

সাইফুল্লাহ্‌ কায়সার | শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

শিশুতোষ লেখা বা শিশুসাহিত্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। শিশুসাহিত্য নিছক সাহিত্য নয়। শিশুসাহিত্য হচ্ছে সাহিত্যের প্রস্রবন স্থান যা একজন শিশুকে সাহিত্যের প্রতি আগ্রহী করে তোলার অনন্য ভূমিকা রাখে। আমাদের মধ্যে কিছু লেখক আছে যারা বড়দের নিয়ে লিখে তারা কিশোর কবিতাকে কবিতা হিসেবে মানতে চায় না। এসব লেখাকে তারা ছড়া হিসেবে চালিয়ে দেয়।

আসলে কিশোর কবিতা বলে কিছু একটা যে বাংলা সাহিত্যে অনেক আগে থেকে হয়ে আছে এই কথাটি ঠিক তেমনই সত্য যেভাবে সত্য আল মাহমুদের, ‘ও পাড়ার সুন্দরী রোজেনা’র নিজেই কবিতা হয়ে ওঠা। আল মাহমুদের ভাষায়, ‘সারা অঙ্গে ঢেউ তার, তবু মেয়ে/ কবিতা বোঝে না!’ বাংলা সাহিত্যের দুই হাজার বছরের ইতিহাস ঘাটলে কিশোর কবিতার জন্ম ইতিহাস জ্বলজ্বল করে ওঠে। কিশোরকে আধুনিক কবিতার অযুতগুণ সমৃদ্ধ কঠিন কিছু দিলে সে মানসিক চাহিদা পূরণ সম্ভব? বরং কবিতা বিমুখিতা ঘটবে অচিরেই। কিশোরকবিতা বাংলার কিশোর মনে সেই জায়গাটি করে নিয়েছে। সুতরাং একে উপেক্ষা করা আমাদের আগামী, আমাদের ভবিষ্যৎ, কিশোরসত্তাকে অস্বীকারের সামিল।

পূর্ববর্তী নিবন্ধকোকিলের কুহুকুহু ডাকে মুগ্ধ সকাল
পরবর্তী নিবন্ধতুরস্কে ভয়াবহ ভূমিকম্প : আল্লাহর পক্ষ থেকে কড়া বার্তা