সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সরকারের চ্যালেঞ্জ

পটিয়ায় গণশুনানিতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ।। ঝুঁকিপূর্ণ লাইন অপসারণ, বাড়তি বিলের হয়রানি বন্ধসহ গ্রাহকদের নানা দাবি

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মুঃ মোহসিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশে বিদ্যুৎ উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছে। সরকার গ্রাহকদের মাঝে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। মুজিব বর্ষে ৯৯% বিদ্যুতায়ন করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে পিকিং প্ল্যান্টসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে জনগণ এর সুফল পাচ্ছে। পল্লী বিদ্যুৎ গ্রাহকদের ঘরে ঘরে স্মার্ট ও প্রি-পেইড মিটার পৌঁছে দেয়ার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ পটিয়ায় বিদ্যুৎ বিভাগের এপিএ লক্ষ্য মাত্রা অনুযায়ী গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অপরদিকে বিভিন্ন উপজেলা থেকে আগত গ্রাহকরা বাড়ি ঘরের উপর দিয়ে নেয়া ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন অপসারণ, সেচের, ট্রান্সফরমার ও মিটার নষ্টের ক্ষেত্রে বিনা ফিতে সেবা প্রদান। মিটারের চেয়ে বাড়তি বিলের হয়রানি বন্ধ করা, বিদ্যুৎ লাইনে কভার লাগানো। প্রিপেইড মিটার স্থাপন। পাওয়ার ফ্যাক্টর মাসুল না নেয়া, সোলার স্থাপন। ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাট, নিয়মিত মিটার দেখে বিদ্যুৎ বিল সঠিকভাবে দেয়াসহ নানা দাবি উত্তাপন করেন।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) মো. আবু বকর সিদ্দিকীর স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পল্লী বিদ্যুৎ চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী প্রকৌশলী উত্তম কুমার সেন, বোয়ালখালী জোনাল অফিসের জিএম মো. এমরান গণি, ডিজিএম (কারিগরী) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, ডিজিএম লোহাগাড়া মো. সরওয়ার জাহান, ডিজিএম চন্দনাইশ মো. আবু সফিয়ান, এজিএম (অর্থ) মো. শামীম খান, এজিএম মো. ফারুক হোসেন, মো. আবুল কালাম আজাদ, মো. কামরুল হাসান, হিমেল কুমার সাহা, মো. ইব্রাহিম প্রমুখ। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন কর্মকর্তা ও দক্ষিণ চট্টগ্রামের ৮টি উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক, পল্লী বিদ্যুৎতের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধপ্রজন্ম লীগের অনুষ্ঠান বন্ধ করলেন ওবায়দুল কাদের