সালমার স্বপ্ন সত্যি হচ্ছে

| শুক্রবার , ৮ জানুয়ারি, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

গানেই বেশি সময় কাটে কণ্ঠশিল্পী সালমার। এরমধ্যেই নিজের শখ ও স্বপ্নকে প্রাধান্য দিয়ে কাজ করেন এই তারকা। এর আগে নানারকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়েছেন। তৈরি করেছেন সাফিয়া ফাউন্ডেশন। অনেক দিন ধরেই সালমা স্বপ্ন দেখছিলেন মনের মতো একটি রিসোর্ট তৈরির। এবার সেটি হচ্ছে। ইতোমধ্যে জমি নির্ধারণসহ পার্ক নির্মাণ প্রায় শেষ। জানালেন, চলতি বছরের মাঝামাঝি এটি উন্মুক্ত করা সম্ভব হবে।
সালমা বললেন, ‘অনেক দিন ধরেই এমন একটি পরিকল্পনা করছিলাম। অবশেষে সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। ক’দিন আগেই রিসোর্টটির কাজ শুরু করেছি। এর নাম দিয়েছি ‘ইউরোপিয়ান পার্ক’। সব ঠিক থাকলে আগামী এপ্রিলে এটির কাজ শেষ হবে। এর পরপরই রিসোর্টটি উন্মুক্ত করতে পারবো।’ তিনি জানান, ময়মনসিংহের হালুয়াঘাটে এটি তৈরি হচ্ছে। ব্যক্তিগত সময় কাটানো ছাড়াও এটি সর্বসাধারণ ব্যবহার করতে পারবেন।
সালমা আরও বলেন, ‘আগে পার্কের ব্যবস্থাপনাটি ঠিকঠাক করছি। এই কাজটিই অনেক বড় পরিসরে হচ্ছে। এছাড়াও কয়েকটি কটেজ এখানে থাকবে। সেটার কাজও পাশাপাশি চলবে।’
সমপ্রতি ‘হায়দার’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন সালমা। গানের কথা লিখেছেন ছবির পরিচালক রুবেল আনুশ। সুর-সংগীত করেছেন সোহেল রাজ। আর ক’দিন আগে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘রঙ্গিলা বাড়ই-২’। এতে তার সহশিল্পী সোহাগ। দেলোয়ার শাহনেওয়াজের কথা ও সুরে গানটির সংগীত করেছেন রাফি মোহাম্মদ। উল্লেখ্য, সালমার শ্বশুরবাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। মূলত স্বামী সানাউল্লাহ নূরের তত্ত্বাবধানে রিসোর্টটি তৈরি হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকপিল শর্মাকে পুলিশের সমন
পরবর্তী নিবন্ধকরোনাভাইরাসের টিকাপ্রাপ্তি : প্রত্যাশার আলোর ঝলকানি