সামনে এলো শনিবার বিকেলের ঝলক

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

চার বছর সেন্সরের রুদ্ধদ্বারে আটকে থাকা ছবি ‘শনিবার বিকেল’র একটি ঝলক অবশেষে সামনে এলো। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রকাশ করা হয় ছবিটির ট্রেলার। এরপরই প্রাণভরে নিশ্বাস নিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, যে নিশ্বাস তিনি চার বছর ধরে আটকে রেখেছেন! ১ মিনিট ৪২ সেকেন্ডের এই ট্রেলারে যদিও খুব বেশি কিছু ছিল না। তবে জঙ্গি হামলার নৃশংসতার খানিকটা আঁচ দেওয়া হয়েছে। হামলাকারীর ভূমিকায় দেখা গেছে ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, পরমব্রত চট্টোপাধ্যায়দের। অন্যদিকে মৃত্যুর সামনে আতঙ্কের প্রহর গুনছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মিলন ভট্টাচার্য, গাউসুল আলম শাওন প্রমুখ। গুটিকয়েক রহস্যজনক সংলাপ আর গোলাগুলিও দেখানো হয়েছে এক মুহূর্তে।

শনিবার বিকেল’ নির্মিত হয়েছে ২০১৬ সালে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে। যে ঘটনায় বিভিন্ন দেশের ২৪ জন নাগরিক নিহত হন এবং আহতের সংখ্যা ছিল অর্ধশতাধিক। ট্রেলার উন্মোচনের পর স্বস্তি প্রকাশ করেছেন নির্মাতা ফারুকী। বুধবার তিনি বলেছেন, শনিবার বিকেল’র ট্রেলারটা কালকে রাতে বের হওয়ার পর থেকে একটা অন্য রকম ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে, কালো জাদুর বাক্সে আটকে থাকা প্রিয় কবুতর যেন বহু দিন পর আকাশ দেখলো।

পূর্ববর্তী নিবন্ধপোস্টারে নকলের বিতর্ক
পরবর্তী নিবন্ধজীবন কখনও বড় পরীক্ষা হয়ে দাঁড়ায় : কুমার বিশ্বজিৎ