সাতকানিয়ায় ৭ অটো রাইস মিলকে জরিমানা

অবৈধভাবে চাল মজুদ

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৪:২৭ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় অবৈধভাবে চাল মজুদ করায় এবং লাইসেন্স না থাকায় ৭টি অটো রাইস মিলকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেরানীহাট, বাজালিয়া ও মৌলভীর দোকান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্বে দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজজোহরা। উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার বড়ুয়া। এ সময়কেরানীহাট বাজারের শাহ মজিদিয়া অটো রাইস মিলকে ৩০ হাজার, মুহাম্মদিয়া অটো রাইস মিলকে ১৫ হাজার, শাহ জালাল অটো রাইস মিলকে ২০ হাজার, মৌলভীর দোকানের মামাভাগিনা অটো রাইস মিলকে ১৫ হাজার, নিউ ছৈয়দ মক্কী অটো রাইস মিলকে ২০ হাজার, বাজালিয়ার জান্নাত আরা অটো রাইস মিলকে ১৫ হাজার এবং আরাফাত অটো রাইস মিলকে ২০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজজোহরা বলেন, আকষ্মিকভাবে বাজারে চালের দর বৃদ্ধি পাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠানে বোরকা পরার কারণে হয়রানির অভিযোগ তদন্তের নির্দেশ
পরবর্তী নিবন্ধনলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে জ্বালানি গ্যাস!