সাকিব-সোহানের চোট নিয়ে অপেক্ষা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

সুপার টুয়েলভে শেষ দুই ম্যাচের আগে দুই দিনের বিশ্রামে থাকছে বাংলাদেশ দল। হ্যাটট্রিক হারের পর শনি ও রোববার কোনো ট্রেনিং সেশন নেই ক্রিকেটারদের। তবে বিশ্রামের সময়টাতেও নির্ভার থাকার অবস্থা নেই টিম ম্যানেজমেন্টের। এমনিতেই দলের পারফরম্যান্স হতাশাজনক। তার ওপর শঙ্কা সাকিব আল হাসানের হ্যামস্ট্রিংয়ে টান ও নুরুল হাসান সোহানের চোট নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে শুক্রবার ফিল্ডিংয়ের সময় সাকিবের হ্যামস্ট্রিংয়ে টান লাগে বলে মনে হয়। বাংলাদেশের বোলিং ইনিংসের চার ওভারের পর মাঠ ছেড়ে যান তিনি। ফেরেন যদিও একটু পরই। তবে বোলিংয়ের সময় তার অস্বস্তি ফুটে ওঠে স্পষ্ট। চার ওভার বোলিং যদিও করেন। পরে ব্যাটিংয়ে তাকে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার দেখা যায় ওপেনিংয়ে। সেখানেও দৌড়ানোর সময় খানিকটা খোঁড়াতে দেখা গেছে তাকে। বেশিক্ষণ অবশ্য টেকেননি তিনি, আউট হয়ে যান ১২ বলে ৯ রান করে। শনিবার বিসিবি জানায়, ৪৮ ঘণ্টার বিশ্রাম শেষে রোববার সাকিবের অবস্থা পরীক্ষা করে দেখা হবে।সোহান বিশ্রামে আছেন দল ও সাকিবের আগে থেকেই। শুক্রবার দলের সঙ্গে মাঠেই যেতে পারেননি তিনি। গত মঙ্গলবার নেটে অনুশীলনে তাসকিন আহমেদের বলে তলপেটে আঘাত পান তিনি। এরপর বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেললেও বৃহস্পতিবার আবার বেড়ে যায় ব্যথা। চিকিৎসকরা তিন দিনের পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন তাকে। বিশ্রাম শেষে সোমবার তার অবস্থা পরীক্ষা করে দেখবে মেডিকেল টিম। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা, সেটি নিয়েও সিদ্ধান্ত হবে তখনই।

পূর্ববর্তী নিবন্ধসিনেমা মুক্তির দুই সপ্তাহ পর এলো গান
পরবর্তী নিবন্ধমিলারের দুই ছক্কায় ম্লান হাসারাঙ্গার হ্যাটট্রিক