সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করছে

বর্ধিত সভায় কমান্ডার মোজাফফর

| বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের কল্যাণে এই দেশ স্বাধীন হয়েছে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য কাজ করে যাচ্ছে। দারুল ফজল মার্কেট কার্যালয়ে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের আহ্বায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্ব ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রমুখ। সভায় আগামী এক মাসের মধ্যে সকল থানা কমিটি পূর্ণাঙ্গকরণ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন ও ২৫ মার্চ মিউনিসিপ্যাল মডেল স্কুল প্রাঙ্গণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় নুরুল আলম শাহ’র ওরশ আজ
পরবর্তী নিবন্ধআজ বঙ্গবন্ধু লেখক পাঠক সম্মিলন ও বই উৎসব শুরু