আজ বঙ্গবন্ধু লেখক পাঠক সম্মিলন ও বই উৎসব শুরু

| বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু লেখক পাঠক সম্মিলন ও বই উৎসব’। শৈলীর উদ্যোগে প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এই উৎসব চলবে। এতে রয়েছে ৩০% কমিশনে বই সংগ্রহের সুযোগ, প্রতিদিন থাকছে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পাঠ, আবৃত্তি ও কথামালা। আজ বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী আবৃত্তির মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হবে। আবৃত্তি পরিবেশন করবেন উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। উদ্বোধন করবেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী, সাবেক মহাপরিচালক নেছার আহমদ, অরুণ শীল ও জিন্নাহ চৌধুরী, পরিচালক দীপক বড়ুয়া, জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, সৈয়দা রিফাত আকতার নিশু, মুহাম্মদ নোমান লিটন ও মেহের আফরোজ হাসিনা। সঞ্চালনায় থাকবেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করছে
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা কৃষকলীগের সভা