সরকার বরাবরের মতোই নির্বাচন কমিশনকে সহায়তা করবে : কাদের

| শনিবার , ১৬ জানুয়ারি, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সরকার বরাবরের মতোই নির্বাচন কমিশনকে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আজ শনিবার দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট হবে। এর মধ্যে ২৮টিতে ইভিএমে ভোট হবে। ওবায়দুল কাদের বলেন, অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে- এটা সরকারের দায়িত্ব। আগামীকাল ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইভিএম পদ্ধতিতে ভোটার টার্নআউট শতকরা ৬০ ভাগের বেশি, যা অত্যন্ত ইতিবাচক।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, দলের কেন্দ্রসহ অন্যান্য পর্যায়ের সবগঠিত কমিটি, উপকমিটি নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে বা কারো অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তারা আপিল করতে পারবেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আরো পরিচ্ছন্ন, আধুনিক গণতান্ত্রিক এবং স্মার্টার দলে রূপান্তর করতে চাই। আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ভীতকে আরো মজবুত করতে আওয়ামী লীগ সচেষ্ট।
দেশের রাজনৈতিক দলসমূহের মধ্যে আওয়ামী লীগের ভেতরেই আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার সুযোগ সবচেয়ে বেশি বলে দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিবের এক বক্তব্যের জবাবে তিনি বলেন, প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই বারবার শেখ হাসিনাকে সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছে। বিএনপির সকল কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে। হ্যাঁ-না ভোটের মাধ্যমে যারা ভোট ডাকাতি শুরু করেছিল, রাতের বেলায় কারফিউ গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র শিখিয়েছিল, তাদেরকে জণগণ এখনো ক্ষমা করেনি। আর ক্ষমা করেনি বলেই বিএনপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধমার্কেটে মার্কেটে স্থাপন করা হচ্ছে ভ্যাট বুথ
পরবর্তী নিবন্ধসুনীল চক্রবর্তীর নামে সড়কের নামকরণের ঘোষণা