মার্কেটে মার্কেটে স্থাপন করা হচ্ছে ভ্যাট বুথ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৬ জানুয়ারি, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

করভীতি দূর করা এবং ভ্যাট কর্মকর্তাদের সাথে ব্যবসায়ীদের দূরত্ব কমানোর উদ্দেশ্যে নগরীর বিভিন্ন মার্কেটে ‘ভ্যাট বুথ’ স্থাপন শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট। গতকাল শুক্রবার প্রবর্তক এলাকার মিমি সুপার মার্কেট এবং আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে স্থাপিত বুথে ব্যবসায়ীদের ভ্যাট সেবা দেয়া হয়। অনেক ব্যবসায়ী বুথে এসে নতুন ভ্যাট নিবন্ধনের পাশাপাশি রিটার্নও জমা দিয়েছেন। আজ (শনিবার) নিউ মার্কেট, সেন্ট্রাল প্লাজা, আফমি প্লাজা, রিয়াজুদ্দিন বাজার, টেরিবাজার, বে শপিং সেন্টার এবং লাকী প্লাজাসহ আরও কিছু মার্কেটে বুথ স্থাপন করে সেবা দেয়া হবে। এর আগে গত বৃহস্পতিবার আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারে স্থাপিত বুথে ভ্যাট সেবা দেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ভ্যাট কর্মকর্তারা। চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, মার্কেটগুলোতে ভ্যাট বুথ স্থাপনের মাধ্যমে ভ্যাট সেবা প্রদান করার ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা খুবই উপকৃত হবেন। এছাড়া ভ্যাট দাতা ও ভ্যাট কর্মকর্তাদের মধ্যে দূরত্ব কমে যাবে। ভ্যাটদাতাদের সুবিধার্থে এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, ভ্যাট রিটার্ন দাখিল, নিবন্ধনের সংখ্যা বাড়ানো এবং ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসকে (ইএফডি) ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে গত ১১ এবং ১২ জানুয়ারি ভ্যাট কমিশনারের ৮ ডিভিশনে মেলা অনুষ্ঠিত হয়। দুই দিনের এই মেলায় ব্যবসায়ীরা স্বতস্ফূর্তভাবে অংশ নিয়ে ভ্যাট গ্রহণ করেন। মেলাতে ৮ ডিভিশনের ২ হাজার ৩৭৪ টি রিটার্নের বিপরীতে রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৯ কোটি। এছাড়া নতুন ভ্যাট নিবন্ধন নিয়েছেন ২৮৪ জন।

পূর্ববর্তী নিবন্ধ১১ জনকে আসামি করে মায়ের মামলা মহিলা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসরকার বরাবরের মতোই নির্বাচন কমিশনকে সহায়তা করবে : কাদের