সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে

উত্তর জেলা মৎস্যজীবী লীগের সভায় সালাম

| সোমবার , ২৮ ডিসেম্বর, ২০২০ at ৯:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে গতকাল দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা সংগঠনের আহ্বায়ক এম হারুন অর রশিদের সভাপতিত্বে সদস্য সচিব লায়ন এম শফিউল আলম শফির পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বর্তমান সরকারের গৌরবোজ্জল ইতিহাস রয়েছে। এ সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হালদা নদীকে বঙ্গবন্ধু হেরিটেজ ঘোষণা করেছেন। আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠ পর্যায়ে কাজ করতে হবে, দলকে সুসংগঠিত করতে হবে। বর্তমান সরকার মৎস্যখাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন অগ্রণী ভূমিকা পালন করছেন।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, মোরশেদুল আলম চৌধূরী, রিমন মুহুরী, মোহাম্মদ সেলিম মেম্বার, মোহাম্মদ গিয়াস উদ্দিন শরীফ ইঞ্জিনিয়ার আবদুস সালাম, প্রবীর চক্রবর্তী , দিদারুল আলম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং উদ্বোধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন