সরকারের আন্তরিকতায় যক্ষ্মা রোগীরা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন

বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভায় বক্তারা | শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৬:৫৫ পূর্বাহ্ণ

চমেক হাসপাতাল : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগ। দিবসটি উপলক্ষে সকালে একটি র‌্যালি কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালি উদ্বোধন করেন চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার। এ সময় চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ারুল হক শামীম, রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান ডা. সরোজ কান্তি চৌধুরী, হাসপাতালের সহকারী পরিচালক ডা. রুমা ভট্টাচার্য, ডা. শাহিদা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে হাসপাতালের কনফারেন্স কক্ষে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

জেলা সিভিল সার্জন কার্যালয়: চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, টিউবারকুলোসিস (টিবি) বা যক্ষ্মাা শুধু ফুসফুসের ব্যাধি নয়। এটি বায়ুবাহিত ব্যাকটেরিয়াজনিত সংক্রামক ব্যাধি যেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস জীবাণুর সংক্রমণে হয়ে

থাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আন্তরিকতার কারণে দেশের হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে যক্ষ্মা রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর আন্দরকিল্লাস্থ জেলা সিভিল

সার্জন কার্যালয়ে আয়োজিত বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সহযোগিতায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস ও সহযোগী সংস্থাসমূহ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। সভার পূর্বে বেলুন উড়িয়ে বিশ্ব যক্ষ্মা

দিবস২০২৩’র উদ্বোধন করেন ডা. সেখ ফজলে রাব্বি ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি আন্দরকিল্লা হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় সিভিল সার্জন অফিসের সামনে

এসে শেষ হয়। সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, দেশের মোট জনসংখ্যার একটি অংশ জন্মগতভাবে যক্ষ্মা রোগের জীবাণু বহন করে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ও ডায়াবেটিসে আক্রান্ত তাদের এ রোগের ঝুঁকি বেশি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপটোমেট্টিদিবস উপলক্ষে র‌্যালি
পরবর্তী নিবন্ধডা. প্রণব কুমার চৌধুরীর পিএইচডি ডিগ্রি অর্জন