ডা. প্রণব কুমার চৌধুরীর পিএইচডি ডিগ্রি অর্জন

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৬:৫৮ পূর্বাহ্ণ

শিশুচিকিৎসা বিজ্ঞান’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন অর্জন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধীনে প্রফেসর ড. সোমা চৌধুরী বিশ্বাস এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মনছুরুল আলমের যুগ্ম গবেষণা নির্দেশনায় রচিত – Vitamin D Status of Infants snd Children in South-East Region of Bangladesh শীর্ষক অভিসন্দর্ভের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে এ ডিগ্রি প্রদান করেন। সন্তোষ কুমার চৌধুরী ও রেণুবালা চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র দেশের প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী ১৯৯৫ সালে শিশুস্বাস্থ্য বিষয়ে এফসিপিএস অর্জন করেন। গ্রেট ব্রিটেনের রয়্যাল কলেজ অফ্‌ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস্‌ অফ্‌ গ্ল্যাসগো থেকে প্রাপ্ত হন এফআরসিপি ফেলোশিপ। শিশুস্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান নিয়ে তাঁর লেখালেখির জীবন প্রায় তিন দশকের। তাঁর লেখা ৭ খণ্ডে প্রকাশিত ‘ছোটদের চিকিৎসা সমগ্র’ বাংলাভাষায় শিশুস্বাস্থ্য সম্পর্কিত এক অনন্যসাধারণ গ্রন্থ হিসেবে বিবেচিত। শিশুস্বাস্থ্য বিষয়ে ইংরেজিতে তাঁর একটি পাঠ্যবই ছাড়াও জাতীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে ২৫ টি গবেষণা পত্র। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারের আন্তরিকতায় যক্ষ্মা রোগীরা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন
পরবর্তী নিবন্ধযুবলীগ নেতার উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি