সরকারের অধীনে জনগণ আর কোনো নির্বাচন হতে দেবে না

পলোগ্রাউন্ডের সম্মেলনে পীর চরমোনাই

| রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৪৭ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর আল্লামা মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, এ সরকারের অধীনে জনগণ আর কোনো নির্বাচন হতে দেবে না। দেশের সর্বত্রই অরাজকতা বিরাজমান। দুর্নীতি চরম আকার ধারণ করেছে। দুর্নীতিবাজরা আঙুল ফুলে বটগাছ বনে যাচ্ছে। সরকারের দায়িত্বশীলদের সহায়তায় ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন এখন নখদন্তহীন কমিশনে পরিণত হয়েছে।

গতকাল শনিবার দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর আয়োজিত পলোগ্রাউন্ড মাঠে সংগঠনের চট্টগ্রাম নগর সভাপতি মুহাম্মদ তানভীর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই) এ মন্তব্য করেন।

চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক আব্দুর রহমান রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি মো. তাজুল ইসলাম শাহীনসহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ।

সম্মেলনের শেষে পীর চরমনোই ২০২৩ সালের জন্য মুহাম্মদ জিল্লুর রহমানকে সভাপতি, মুহাম্মদ ইব্রাহীমকে সহসভাপতি ও তানজুন মোল্লাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন এবং তাদের শপথ বাক্য পাঠ করান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামী প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণে ডা. বাসনা মুহুরী