সরকারি স্কুলের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করা হোক

| শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৫:২৫ পূর্বাহ্ণ

শ্রেণি কক্ষে পাঠদান এবং শিক্ষার সহজ বিকেন্দ্রীকরণে সরকারি পর্যায় হতে প্রতিনিয়ত বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে যা সত্যিই প্রশংসনীয়। কিন্তু এ ধারাকে রুখতে যেন বদ্ধপরিকর পাহাড়তলীতে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তার সহকর্মীবৃন্দ। নিজেদের আর্থিক লাভের জন্য প্রকাশ্যে তারা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক্সট্রা ক্লাসের নামে কোচিং বাণিজ্য শুরু করেছে পহেলা আগস্ট, ২০২২ হতে। তৃতীয় হতে দশম শ্রেণির শিক্ষার্থীদের এ কোচিং ক্লাসগুলোতে অংশ নেয়ার জন্য বিভিন্নভাবে মানসিক নিপীড়ন করে চলেছে বিদ্যালয় প্রধান এবং তার সহকর্মীবৃন্দ, যা সত্যিই নিন্দনীয়। ১৯২৪ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টির অতীত সুনাম এর সাথে এ ধরনের কার্যক্রম মোটেও গ্রহণযোগ্য নয়। তাই সরকারি স্কুলে বাণিজ্যিক কোচিং পরিচালনার হীন প্রয়াস বন্ধের ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মাহবুবুর রশিদ

ঈদগাঁ, কাঁচা রাস্তা
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম গণহত্যা আর স্মৃতির একাত্তর
পরবর্তী নিবন্ধকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর : সৃষ্টিতে অমর