সম্মেলনের আড়াই বছর পর সীতাকুণ্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি

২ অক্টোবরের মধ্যে ইউনিয়ন ও পৌর কমিটি গঠন

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

আড়াই বছর পূর্বে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া সভাপতি ও এস এম আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। কমিটি গঠনের আড়াই বছর পর অনুমোদন হলো ৭১ জনের পূর্ণাঙ্গ কমিটি। গতকাল বৃহস্পতিবার বিকালে সীতাকুণ্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কার্যকরী সংসদের পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড পৌরসদরস্থ জেলা পরিষদ গণ পাঠাগার মিলনায়তনে সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আল মামুনের পরিচালনায় প্রথম সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আলম চৌধুরী, মো. গোলাম রব্বানী, শ্রম সম্পাদক এ,জে,এম মহসিন জাহাঙ্গীর, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম, রেজাউল করিম বাহার, আ ম ম দিলশাদ, কিশোর কান্তি ভৌমিক, ইঞ্জিনিয়ার আজিজুল হক, মহিউদ্দিন আহমেদ, জাহাঙ্গীর ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম নিজামী, সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন চৌধুরী, আবেদিন আল মামুন, শফিউল আলম চৌধুরী মুরাদ, রতন মিত্র, মো. আসলাম হাবীব, মাহাবুল আলম, নাছিম চৌধুরী, আবু বক্কর, মো. শোয়ায়েব, রহুল আমীন, জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ নব-নির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রথম সভায় সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া বলেন, সীতাকুণ্ড আওয়ামী লীগ অতীতের যে কোনো
সময়ের চেয়ে শক্তিশালী। সংগঠনকে আরো শক্তিশালী করতে হলে সবার আগে প্রয়োজন ঐক্যের। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে পুনরায় ক্ষমতায় আনতে যা যা প্রয়োজন সীতাকুণ্ড আওয়ামী লীগ সে পদক্ষেপ নেবে। বিএনপি আন্দোলনের নামে নাশকতার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে রাজপথেই তাদের মোকাবেলা করা হবে। সভায় আগামী ২ অক্টোবরের মধ্যে সকল ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির অনলাইন পোর্টালের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবনফুল গ্রুপের ৩৩ তম বর্ষপূর্তি