বনফুল গ্রুপের ৩৩ তম বর্ষপূর্তি

| শুক্রবার , ২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

বনফুল গ্রুপের ৩৩ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বর্ষপূর্তি উৎসব গতকাল বৃহস্পতিবার হতে শুরু হয়েছে। ১ সপ্টেম্বর প্রতিষ্ঠানের চট্টগ্রামস্থ প্রধান কার্যালয় প্রাঙ্গণে বনফুল গ্রুপের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও শুভাকাঙ্খীদের অংশগ্রহনে উৎসবের উদ্বোধন করেন বনফুল এন্ড কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম, এ, মোতালেব। উদ্বোধনী বক্তব্যে তিনি খাদ্য শিল্পের বিকাশ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে বনফুল গ্রুপের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে আগামীতেও সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে সরকারি পৃষ্ঠপোষকতা এই শিল্পের উন্নয়নকে আরো বেশী ত্বরান্বিত করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। শুধু নিছক মুনাফা অর্জন নয়, জনস্বাস্থ্যের প্রতি সচেতন থেকে স্বাস্থ্যসম্মত পরিবেশে নির্ভেজাল খাদ্য প্রস্তুত করতে অধিক মনযোগী হওয়ার উপর তিনি গুরুত্বারোপ করেন। উৎপাদনের প্রতিটি পর্যায়ে পরিস্কার-পরিচ্ছন্নতা এবং কঠোরভাবে পন্যের মান নিয়ন্ত্রনে সচেষ্ট হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কমকর্তাদের পরামর্শ দেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন কাউন্সিলর মো. জাবেদ, বনফুল গ্রুপের পরিচালক এম, এ, শুক্কুর, মোহাম্মদ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস উদ্দিন, কিষোয়ান স্ন্যাকস্‌ের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দীন মামসাদ,নির্বাহী পরিচালক নজরুল ইসলাম মানিক।
মহাব্যবস্থাপক শৈবাল সেনের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক আমানুল আলম, শাহ্‌ কামাল মোস্তফা, কিষোয়ান গ্রুপের মহাব্যবস্থাপক কফিল উদ্দীন চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক আরিফুর রহমান, মো. রিদোয়ান, বরুণ পাল, সহ: মহাব্যবস্থাপক মো. আলাউদ্দীন প্রমুখ।এ উপলক্ষে মাহফিলে মুনাজাত পরিচালনা করেন ওবাইদুল্লাহ হামজা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্মেলনের আড়াই বছর পর সীতাকুণ্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজে বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২