সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের সমাবেশ

| শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৮:৫৪ পূর্বাহ্ণ

সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ের টাইগারপাস থেকে সিআরবি দ্বিতল রাস্তা অভিমুখে র‌্যাম্প নির্মাণ বন্ধে সিডিএর ঘোষণার দাবিতে গতকাল শুক্রবার বিকাল ৪টায় শিরিষতলা, সিআরবিতে প্রতিবাদ ও গণস্বাক্ষরের আয়োজন করেছে।

চট্টগ্রাম বাগান পরিবার এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সমন্বিতভাবে এই আয়োজনে যুক্ত হয়। সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের কর্মীরা চট্টগ্রামের ঐতিহ্য, দেশের একমাত্র দ্বিতল সড়কটিকে সংরক্ষণ করার প্রেক্ষিতে এর অভিমুখে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের র‌্যাম্প নির্মাণের কাজ বন্ধ ঘোষণার জন্য সিডিএ কে আহবান করে। গণস্বাক্ষর অনুষ্ঠানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।

এর মধ্যে রয়েছে, আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় শিরিষতলা প্রবেশ মুখে প্রতিবাদী গান ও কবিতা পাঠ সাথে গণস্বাক্ষর। এতে বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা আন্দোলনের সংগঠক ডা. মনজুরুল করীম বিপ্লব, আবু সুফিয়ান, রিতু পারভী, জাহেদুল আলম, রাসেল চৌধুরী, বেলা চট্টগ্রামের সমন্বয়ক মুনীরা পারভীন রূবা, বাগান পরিবারের মো. রাহী, আল আমীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে তিন আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক