সম্প্রীতি বিনষ্টকারীদের রাজনৈতিক অস্তিত্ব নেই

মহানগর আওয়ামী লীগের সমাবেশে মাহতাব

আজাদী প্রতিবেদন | শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৯:০০ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আন্দরকিল্লা চত্বরে সম্প্রীতি সমাবেশে নগরীর ১৫টি থানা এবং ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কগণ স্ব-স্ব ওয়ার্ডের ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলসহকারে সমাবেশে যোগদান করেন।
সম্প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আমরা মানুষ মানুষের জন্যে, এই ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সকল সম্প্রদায় যে অবদান রেখেছে তা ইতিহাসের অংশ হয়ে থাকবে। একে কলঙ্কিত করার অপচেষ্টা যারা করছে সরাসরি তারা তথাকথিত বিরোধী দল। তাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। আছে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপকৌশল মাত্র। আমরা একটি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ শক্তি, এই শক্তিকে সুরক্ষা করাই আমাদের পবিত্র দায়িত্ব ও কর্তব্য।
সমাবেশে আরো বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিকুল ইসলাম ফারুক, অ্যাড. শেখ ইফতেখার সায়মুল চৌধুরী, চন্দন ধর, জহর লাল হাজারী, হাজী বেলাল আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধসাত দিন কমিউনিটি ক্লিনিকে কোভিড টিকা আজ থেকে
পরবর্তী নিবন্ধসিটি মেয়রের বক্তব্যে দ্বিমত সাবেক প্রশাসক সুজনের