সম্প্রীতির বন্ধনে রাঙ্গুনিয়া অনেক এগিয়ে

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী

| সোমবার , ২২ এপ্রিল, ২০২৪ at ১২:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম শহরে বসবাসকারী নিজের নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়াবাসীর সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। গত শনিবার রাতে নগরীর সিরাজউদ্দৌল্লাহ রোডের একটি কনভেনশন সেন্টারে রাঙ্গুনিয়া সমিতি, চট্টগ্রাম এ পুনর্মিলনীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় সম্প্রীতির বন্ধনে রাঙ্গুনিয়া অনেক এগিয়ে। আমাদের এলাকায় মুসলমান হিন্দু বৌদ্ধ চাকমা, মারমা, খ্রিস্টান সব জাতি গোষ্ঠীর সহাবস্থান। সারা বাংলাদেশে খ্রিস্টানদের জন্য দুটো কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের জন্য আলাদা সান্ধ্যকালীন হল রয়েছে, তৎমধ্যে একটি আমাদের রাঙ্গুনিয়ায়।

. হাছান মাহমুদ বলেন, আমি পরিবেশ বিজ্ঞানের ছাত্র। মানুষের মনন তৈরিতে পরিবেশের একটি বিরাট ভূমিকা থাকে। আপনারা দেখবেন, এলিট রিজিয়নের মানুষ একটু মেজাজি হয়, আবার শীত প্রধান দেশের মানুষ একটু শান্ত হয়, আর যেখানে সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা ঐ এলাকার মানুষ শান্ত প্রকৃতির হয়। রাঙ্গুনিয়ার চারদিকে পাহাড়, পর্বত ও নদী দিয়ে ঘেরা। তাই রাঙ্গুনিয়ার মানুষ একটু শান্ত প্রকৃতির। এখানেও যে অন্যপ্রকৃতির মানুষ নেই, তা আমি বলব না। তবে রাঙ্গুনিয়ার মানুষ অন্যান্য উপজেলার মানুষের থেকে শান্তিপ্রিয় এবং অতিথিপরায়ণ।

চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি অন্যান্য উপজেলার সমিতি থেকে সম্পূর্ণ আলাদা এবং কার্যকর সমিতি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্নে যারা এই সমিতি গঠন করেছিল এবং এখন এটির সাথে যারা যুক্ত সকলকে আমি সাধুবাদ জানাই। রাঙ্গুনিয়ায় অনেক গুণী মানুষ তৈরি হয়েছে, সেটা ঢাকা বলেন, চট্টগ্রামে বলেন। রাঙ্গুনিয়ায় অনেক উন্নয়ন হয়েছে, যা আমরা এখন দেখতে দেখতে খেয়াল করতে পারছি না। যে ছেলেটি ১৫ বছর আগে দেশের বাইরে গেছে সে এখন রাঙ্গুনিয়া আসলে বুঝতে পারে না যে, এইটা তার জন্মভূমি রাঙ্গুনিয়া।

তিনি বলেন, কাপ্তাই সড়ক দুইদিকে আরো ১৬ ফুট প্রশস্ত করার উদ্যোগ নেয়া হয়েছে এবং এইখানে যাতে পরিবেশের ক্ষতি না হয় সে জিনিসটিও খেয়াল রাখা হচ্ছে। আমি রাঙ্গুনিয়ার হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এবং আমার কাছে যে গিয়েছে কাউকে ফেরত দিইনি। গত ১৫টি বছর রাঙ্গুনিয়ার মানুষ আমাকে যে নিঃস্বার্থভাবে সমর্থন দিয়েছেন, সেজন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। এর প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার কাছে নেই।

রাঙ্গুনিয়া সমিতিচট্টগ্রাম এর সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে রাঙ্গুনিয়াবাসীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ভিসি ড. রফিকুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ড. সেকান্দর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিন বোধি ভিক্ষু, . মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগম, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, ব্যবসায়ী আবদুর রাজ্জাক, ডা. এটিএম রেজাউল করিম, ডা. মো. সেলিম, এডভোকেট সেকান্দর চৌধুরী, আবদুল জব্বার, এডভোকেট নিখিল নাথ ও ফারুখ হোসেন তালুকদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির ৩১তম একাডেমিক কাউন্সিলের সভা
পরবর্তী নিবন্ধঅভিনয় শিল্পী সংঘের সম্মাননা পেলেন রোজিনা-মিমি-জয়া