পোর্ট সিটি ইউনিভার্সিটির ৩১তম একাডেমিক কাউন্সিলের সভা

| সোমবার , ২২ এপ্রিল, ২০২৪ at ১২:৪৫ অপরাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩১তম একাডেমিক কাউন্সিলের সভা উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক শামীম এমপি। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রবর্তিত প্রত্যেক শিক্ষার্থীর জন্য ইউনিক আইডি প্রদানের সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পদ্ধতির সামার সেমিস্টারের নাম পরিবর্তন করে ফল সেমিস্টার করার সিদ্ধান্তও গৃহীত হয় সভায়।

এতে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ইপ্সিতা আশরাফী হক, ট্রাস্টি বোর্ডের সদস্য এবং একাডেমিক ও প্রশাসনিক অ্যাডভাইজার অধ্যাপক ড. এম মজিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া আমির ভান্ডার ওরশের প্রস্তুতিসভা
পরবর্তী নিবন্ধসম্প্রীতির বন্ধনে রাঙ্গুনিয়া অনেক এগিয়ে