সমাজ পাল্টানোর প্রতিজ্ঞায় ‘চুমকি’

| সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

গ্রামের সাধারণ পরিবারের মেয়ে চুমকি। ছোট বোন আর বাবাকে নিয়ে ভালোই কাটছে তাদের দিন। একদিন বাবা মারা গেলো। সংসারের ভার পড়ল চুমকির কাঁধে। এক সময় চুমকির মাও অসুস্থ হয়ে পড়েন। একদিকে মায়ের ওষুধ কেনা, অন্যদিকে বোনের লেখাপড়ার খরচ। এমন পরিস্থিতিতে গ্রামের কিছু লোক তার দুর্বলতার সুযোগ নেয়। সংসার চালাতে গিয়ে চুমকি জলাঞ্জলি দেয় নিজেকে। কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে গ্রামের ওই লোকেরাই চুমকিকে চরিত্রহীন আখ্যা দিয়ে মাথার চুল কেটে সমাজ থেকেই বের করে দেয়। একসময় চুমকি প্রতিবাদী হয়ে উঠে। সমাজকে পাল্টানোর প্রতিজ্ঞা করে। এ গল্পকে উপজীব্য করে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘চুমকি’। অভিনয় করেছেন জামসেদ শামীম, সায়মা রুসা, নাবিলা আলম পলিন, টিউলিপ চৌধুরী, রাইসা, সহেলী মুক্তা, ওমর চৌধুরী, আমির হোসেন, শফিকুল হক, যায়েদুল ইসলাম, জয়নাল। গল্পটি রচনা করেছেন জিকু চৌধুরী। প্রযোজনা করেছেন শুভাশিস বড়ুয়া রাজু। আলমগীর হোসাইনের চিত্রনাট্যে ওয়েব সিরিজটি মানিকগঞ্জের লোকেশনে ধারণ করা হয়েছে এবং শীঘ্রই এটি ওয়েবসাইটে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা জিকু চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধঅফিস দিয়ে ব্যবসার খোঁজে তারা!
পরবর্তী নিবন্ধমুক্তি পাচ্ছে নায়ক মান্নার নতুন ছবি!