সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:১৫ পূর্বাহ্ণ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম পি বলেছেন সমাজ উন্নয়নে সেবামূলক সংগঠন গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া ছাত্র ও যুব সমাজকে অবক্ষয়ের কবল থেকে ও রক্ষা করতে পারে সামাজিক সংগঠন। এই জাতীয় সংগঠন গুলো নিজেদের মধ্যে একতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টির মাধ্যমে সমাজ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করে। তিনি গত শনিবার গড়দুয়ারা সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইমাম হোসেন চৌধুরী শাহিন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় মূখ্য আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, হাটহাজারী মডেল থানার ওসি মোঃ রফিকুল আলম, রাজনীতিবিদ মোঃ মনজুরুল আলম চৌধুরী, এম.পি’র একান্ত সহকারী অফিসার সৈয়দ মনজুরুল আলম, গড়দুয়ারা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সরওয়ার মোর্শেদ তালুকদার, আবদুল মাবুদ তালুকদার, মো. এনামুল হক চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তির্যকের আয়োজন
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু