সভ্যতার আর্তনাদ

মৃন্ময়ী মৃম | বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ১০:০৩ পূর্বাহ্ণ

আরক্ত বাসনার শিখা জ্বলে

ওঠে প্রত্যাখ্যানের

সমাধি চিতায়

রজস্বলা জীবন বয়ে যায়

মহাকাল ঘেষে মৌন তপস্যায়;

ঐ তো ওখানেই কবরের নীরবতা নিয়ে

শুয়ে আছে দেখো মানুষের হাহাকার

কোনখানে?

কংকাল প্রাণেশুধায় সভ্যতার আর্তনাদে

বেঁচে থাকা দুঃসময়।

পূর্ববর্তী নিবন্ধএকজন কবির সামনে লাখো জনতা
পরবর্তী নিবন্ধতাকওয়া অর্জনে পবিত্র রমজানের শিক্ষা