সব ক্লাসেই উঠে গেল বয়সের বাধা, লটারি ১১ জানুয়ারি

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

সারাদেশের সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তিতে বয়সের বাধা তুলে দেয়া হয়েছে। এখন সব ক্লাসেই আগের মতো আবেদনের সুযোগ পাবে ভর্তিচ্ছুরা। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাউশি (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর)। মাউশির মহাপরিচালক (ডিজি) প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে বয়সের কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীরা এখন আবেদন করতে পারবে। পুনরায় আবেদনের জন্য ৩১ ডিসেম্বর বিকাল ৫টা থেকে সফটওয়ার খুলে দেয়া হয়েছে। ৭ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত পুনরায় আবেদনের সুযোগ থাকছে। আর আবেদন গ্রহণ শেষে ১১ জানুয়ারি ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, এক অভিভাবকের রিট আবেদনের প্রেক্ষিতে ৬ষ্ঠ শ্রেণি ভর্তিতে বয়সের বাধা তুলে নিয়ে নতুন করে আবেদনের সুযোগ দিতে নির্দেশনা দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে সরকারি মাধ্যমিক স্কুলের ১ম থেকে ৯ম শ্রেণি ভর্তিতে ৩০ ডিসেম্বর পূর্ব নির্ধারিত ডিজিটাল লটারি কার্যক্রম স্থগিত করে মাউশি। আদালতের নির্দেশনা মেনে শিক্ষার্থীদের পুনরায় আবেদনের সুযোগ দেয়া হয়েছে জানিয়ে মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) ও সরকারি স্কুল ভর্তি সংক্রান্ত কমিটির সদস্য সচিব মো. আজিজ উদ্দিন গতকাল আজাদীকে বলেন, বয়সের বাধার কারণে আগে যেসব শিক্ষার্থী আবেদন করতে পারেনি তারা এখন আবেদন করতে পারবে। কেবল ৬ষ্ঠ শ্রেণির নয়, অন্যান্য ক্লাসেও যারা বয়সের কারণে আবেদন করতে পারেনি তারাও এখন আবেদন করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধমাটিরাঙায় ঝর্ণার পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপরিস্থিতি ভালো হলে তবেই স্কুল খুলবে : প্রধানমন্ত্রী