মাটিরাঙায় ঝর্ণার পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙায় পর্যটক কেন্দ্র রিছাং ঝর্ণায় কূপে ডুবে অপু চন্দ্র দাশ (২২) ও প্রীতম দেবনাথ (১৮) নামে দুই পর্যটক প্রাণ হারিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত প্রীতম খাগড়াছড়ি রুখাই চৌধুরী পাড়ার বাসিন্দা মৃত দুলাল দেব নাথের ছেলে। অন্যদিকে অপু চন্দ্র দাশ ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী। তারা সম্পর্কে খালাত ভাই।
স্থানীয় ইউপি সদস্য চন্দ্র শেখর ত্রিপুরা জানায়, মূল রিছাং ঝর্ণার উপরে আরেকটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলীর বরাত দিয়ে বিডিনিউজ জানায়, দুপুরে দুই খালাত ভাই মোটরসাইকেলে করে ঝর্ণা এলাকায় ঘুরতে যায়। এ সময় তারা পাহাড় ধরে ঝর্ণার ওপরের অংশে ওঠে। হঠাৎ পা পিছলে কূপে পড়ে যায়। সাঁতার না জানায় তারা আর উঠতে পারেনি বলে পুলিশ অনুমান করছে।
খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সন্তোষ ধামাই জানান, বিকেলে স্থানীয় একজন পানিতে মরদেহ দেখতে পান। মাটিরাঙ্গা থানার পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে চলতি বছরের ৭ সেপ্টেম্বর রিছাং ঝর্ণায় মলাই জ্যোতি চাকমা নামে এক স্কুল শিক্ষার্থী মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধআর্থ-সামাজিক অগ্রগতি অব্যাহত থাকুক
পরবর্তী নিবন্ধসব ক্লাসেই উঠে গেল বয়সের বাধা, লটারি ১১ জানুয়ারি