সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নে আলোচনা সভা

আজাদী অনলাইন | সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৩:১৪ অপরাহ্ণ

সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নে বর্তমান আওয়ামী লীগ সরকারের যুগপূর্তি উপলক্ষে প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাছুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক পারভেজের উদ্যোগে গাছুয়া কাশেম মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।

সাবেক প্রধান শিক্ষক মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুদ্দিন রাজধন। মাস্টার সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক পারভেজ, নুরুল আফছার, মাস্টার আলাউদ্দীন, বীর মুক্তিযাদ্ধা রবিউল আলম, মাঈন উদ্দীনসহ অনেকেই।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক পারভেজ বলেন, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গুলো মানুষের কাছে তুলে ধরতে হবে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমার সীমান্তে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত
পরবর্তী নিবন্ধচবির হলে তল্লাশি, ২৩ শিক্ষার্থীর পরিচয়পত্র জব্দ