সত্য জানার অধিকার

সুমি ভট্টাচার্য | সোমবার , ৫ জুলাই, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান আছে তাতে অবশ্যই ভূমিদাতার ও প্রতিষ্ঠাতার নামফলক ব্যবহার বাধ্যতামূলক করা অতীব জরুরি।
সময় থাকতেই যেমনটা পাঠ্যপুস্তকে বাংলাদেশে বঙ্গবন্ধুর অবদান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পদক্ষেপ নেওয়ার ফলে ভবিষ্যত প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছে, ঠিক তেমনি প্রতিষ্ঠানের ভূমিদাতার ও প্রতিষ্ঠাতার সঠিক নাম ও সত্য জানা প্রত্যেক মানুষের অধিকার। তাঁদের সম্মানার্থে সহসা এই পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করি। আমরা ভুলে গেলে চলবে না – ইতিহাস বিকৃতি করা এবং ভুল ইতিহাস জানা অজ্ঞানতার সামিল। যা জ্ঞাত অপরাধ!

পূর্ববর্তী নিবন্ধকরোনাকাল ও শিক্ষিত যুবসমাজ
পরবর্তী নিবন্ধকঠোর লকডাউন