কঠোর লকডাউন

সাহেলা আবেদীন রীমা | সোমবার , ৫ জুলাই, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

দেশব্যাপী কঠোর লকডাউনে সরকার যে উদ্যোগ নিয়েছেন যা সাধুবাদ পাওয়ার যোগ্য। কারণ দিন দিন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সারা দেশ ব্যাপী মানুষের হাহাকার বিরাজ করছে করোনায় আক্রান্ত মানুষদের। মৃত্যুর সংখ্যা প্রায় প্রতিদিনই ঊর্ধ্বগতিতে। এতে করোনা আক্রান্ত শুধু যে রোগী কষ্ট পাচ্ছে তা নয়, সেই সাথে পরিবার পরিজন আক্রান্ত ও আতংকিত হচ্ছে। পাশাপাশি করোনা চিকিৎসা সেবা ও অত্যন্ত ব্যয়বহুল। যারা ভুক্তভোগী তারা জানেন শারীরিক, আর্থিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। করোনা ভাইরাস আক্রমণের প্রায় দেড়বছর পার হয়ে গেলো এতোদিনে সকলেরই মাঙ পরার অভ্যাস গড়ে ওঠার কথা। মাঙের কারণে প্রথম প্রথম যে অসুবিধা লাগতো তাও এতদিনে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা কেনো জানি এর তোয়াক্কা করছি না,যদি ও প্রতিনিয়ত সরকারি- বেসরকারি ভাবে এত প্রচার প্রচারণা, শাস্তি বিধান রাখার পর ও মাস্ক না পড়ার একটা প্রবণতা কিছু মানুষের মাঝে লক্ষ্য করা যাচ্ছে। কঠোর লকডাউনের শব্দটাতে মানুষের মধ্যে যে ধারণা এসেছিলো, কিন্তু টিভি চ্যানেল কিংবা পত্র- পত্রিকায় কিছু মানুষের অযাচিত মাঙ না পরে দিব্যি ঘুরাঘুরি করছেন,তাদের দ্বারা অন্যরাও আক্রান্ত হচ্ছেন এটা বোধে আসছে না। আসলে তাদের উপর কঠিন শাস্তি প্রয়োগ করলে তবেই তাদের টনক নড়বে বলে আশা করছি। করোনা ভাইরাস আক্রমণ থেকে নিজেকে পরিবারকে রক্ষা করতে হলে সচেতনার কোনো বিকল্প নেই।

পূর্ববর্তী নিবন্ধসত্য জানার অধিকার
পরবর্তী নিবন্ধবেসরকারিভাবেও টিকা দেবার ব্যবস্থা করলে মানুষ বাঁচবে