সঞ্চয়পত্র : গত অর্থবছরের বেশি ঋণ ৪ মাসেই

| রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১১:০৫ পূর্বাহ্ণ

ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ কমলেও সঞ্চয়পত্র থেকে অস্বাভাবিকভাবে বাড়ছে; চলতি অর্থবছরের প্রথম চার মাসে যত ঋণ নেওয়া হয়েছে, তা গত অর্থবছরের চেয়েও বেশি। জুলাই-অক্টোবর সময়ে সঞ্চয়পত্র থেকে ১৫ হাজার ৬৪২ কোটি ৩৬ লাখ টাকা ঋণ নিয়েছে সরকার, যা গত অর্থবছরের (জুলাই-জুন) পুরো সময়ের চেয়ে এক হাজার ২১৪ কোটি টাকা বেশি। আর ২০১৯-২০ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে সঞ্চয়পত্র থেকে ৫ হাজার ৫২১ কোটি টাকার ঋণ নিয়েছিল সরকার। এ হিসাবে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে গত বছরের একই সময়ের চেয়ে তিন গুণ ঋণ নিয়েছে সরকার। আর বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৭৮ দশমিক ২১ শতাংশ ঋণ এই চার মাসেই নিয়ে ফেলেছে সরকার। খবর বিডিনিউজের।
চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ২০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ধরেছে সরকার। গত অর্থবছরে এই খাত থেকে মোট ১৪ হাজার ৪২৮ কোটি ৩৫ লাখ টাকার ঋণ নিয়েছিল। মহামারী করোনাভাইরাসের মধ্যেও অর্থবছরের শুরু থেকেই সঞ্চয়পত্র বিক্রি বেড়েই চলেছে, যার ফলে এই খাত থেকে সরকারের ঋণের পরিমাণও বাড়ছে।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে ৪টি খেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধবাফুফে সভাপতি সালাউদ্দিনের পরিকল্পনা