ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না

ছয় দফা দিবসের আলোচনা সভায় নাছির

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, দেশ বিভাগের পর পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর পরই বঙ্গবন্ধু বুঝে গিয়েছিলেন এই নতুন ধর্মভিত্তিক রাষ্ট্রে কখনো বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই বাঙালির অধিকার আদায়ের জন্য তিনি একটি স্বাধীন রাষ্টের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নের বুনিয়াদ হলো ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা ঘোষণা। গতকাল বুধবার ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর টিআইসি মিলনায়তনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগের জন্ম থেকেই ষড়যন্ত্র চলেছে এবং চলবে। এই ষড়যন্ত্রগুলো সাময়িক সফল হলেও কখনো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি। কারণ আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। সংগঠন যদি শক্তিশালী না হয় এবং ভিত্তি যদি সৃদৃঢ় না থাকে তাহলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে না। পরনিন্দা ও পরচর্চা বাদ দিয়ে আত্মসমালোচনা করুন এবং নিজের আয়নায় নিজের মুখ দেখুন। আগামী নির্বাচনে মহানগরের আওতাধীন তিনটি পূর্ণাঙ্গ ও তিনটি আংশিক সংসদীয় আসনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য বিগত ১৪ বছর এই এলাকাগুলোতে প্রধানমন্ত্রী যেসকল উন্নয়ন ও সহায়তা দিয়েছেন তার একটি পূর্ণাঙ্গ চিত্র এবং পরিসংখ্যান সংগ্রহ করে তা পুস্তিকা বা প্রচারপত্র আকারে বের করে তা প্রতিটি ভোটারের হাতে পৌছে দিতে হবে।

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, নুর মোহাম্মদ চৌধুরী, হাজী বেলাল আহমদ, ফিরোজ আহমদ, সাহাব উদ্দীন আহমদ, সামশুল আলম, সাইফুল আলম বাবু, কাজী হুমায়ুন আলম মুন্না, দিদারুল আলম মাসুম, জয়নাল আবেদীন আজাদ, মুজিবুল হক পেয়ারু, গিয়াস উদ্দীন জুয়েল, ইফতেখার উদ্দীন পারভেজ, মুজিব ইমরান বিপ্লব। সভার শুরুতে ডা. মো. আফছারুল আমীন, আব্দুল আহাদ ও অমল মিত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং ঐতিহাসিক ৬ দফা দিবসে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে খাদ্য সংকটে বন ছেড়ে লোকালয়ে বন্যপ্রাণী
পরবর্তী নিবন্ধএকজনের ১২ বছরের কারাদণ্ড