একজনের ১২ বছরের কারাদণ্ড

স্বর্ণ চোরাচালান মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

পতেঙ্গা থানার স্বর্ণ চোরাচালান মামলায় এক ব্যক্তিকে ১২ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মো. দিদারুল আলম নামের ওই ব্যক্তি রাউজানের দেওয়ানপুর এলাকার মো. মাহবুব আলমের ছেলে। গতকাল মহানগর দায়রা জজ জেবুন্নেছা এই রায় ঘোষণা করেন।

এ সময় আসামি মো. দিদারুল আলম কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। মহানগর পিপি আবদুর রশিদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন। আদালতসূত্র জানায়, ২০১৯ সালের ৯ এপ্রিল ওমানের মাসকট থেকে একটি ফ্লাইটে করে শাহ আমানত বিমান বন্দরে আসেন মো. দিদারুল আলম। তখন তাকে তল্লাশি চালিয়ে ৯৬ টি স্বর্ণের বার উদ্ধার হয়। এ ঘটনায় কাস্টমস তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আদালতসূত্র আরো জানায়, তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. দিদারুল আলমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে আদালত তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধষড়যন্ত্র করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না
পরবর্তী নিবন্ধসৌভাগ্যের দুয়ার খুলছে বঙ্গোপসাগর