শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও নেই বুমরাহ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

আরও বিলম্বিত হচ্ছে ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহর মাঠে ফেরা। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না এই ফাস্ট বোলার। আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও তার খেলা নিয়ে রয়েছে সংশয়। এই পেসারের ম্যাচ ফিটনেস ফিরে পেতে আরও এক মাস সময় লাগতে পারে। অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড গতকাল সোমবার এক বিবৃতিতে বুমরাহকে শ্রীলংকা সিরিজ থেকে সরিয়ে নেওয়ার কথা জানায়। ওয়ানডে সিরিজের আগে গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দিতে বুমরাহ প্রস্তুত ছিলেন। বোলিং স্বাভাবিক অবস্থায় আনতে তার আরও কিছুটা সময় লাগবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিঠের ইনজুরির কারনে গত বছরের সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে বুমরাহ। ফলে খেলতে পারেননি গত টিটোয়েন্টি বিশ্বকাপে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তিনি। শ্রীলংকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য গত ২৭ ডিসেম্বর ভারতের ঘোষিত দলে ছিলেন না বুমরাহ। এক সপ্তাহ পর ৩ জানুয়ারি তাকে ওয়ানডে দলে েোগ করার কথা জানায় বোর্ড। বুমরাহর পুনর্বাসন শেষ হয়েছে এবং এনসিএ তাকে ফিট ঘোষণা করেছে। তিনি শিগগিরই ভারতের ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন। এখন আগামী ১৮ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে ও টিটোয়েন্টি সিরিজেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

শ্রীলংকার বিপক্ষে ভারত ওয়ানডে দল ঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটক্ষক), হার্দিক পান্ডিয়া (সহঅধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, কুলদিপ যাদব, আকসার প্যাটেল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, আর্শদিপ সিং।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের ক্রিকেট সংষ্কৃতি উপভোগ করছেন কার্টলি অ্যামব্রোস
পরবর্তী নিবন্ধমহানগরী কিশোর ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু আজ