শ্রীচট্টলেশ্বরী

রিমঝিম আহমেদ | শুক্রবার , ৬ অক্টোবর, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

ভালো আছ? নাকি নেই! এই প্রশ্ন সহজ জোনাকি

শব্দের অধিক শব্দে তুমি আজ লিখেছ কবিতা?

নাকি কোনো শব্দ নয়, ছেড়েছুঁড়ে উপমা উৎপ্রেক্ষা

আকাশ কাগজে আঁকো সরল নৈঃশব্দ্যেভরা পাখি

তুমি কি গাইছো গান, কে বাজায় তানপুরাখানি?

বিরহপ্রপ্রাত থেকে ছাঁট আসে, হাওয়ার শাসানি

এখন সবাই যেই চলে যায়, রুদ্ধ ক’রে ঘর

আকাশ গুমোট হয় ঝড় বয়, কাঁপে থরথর

ভেতরে ভেতরে নড়ে ডালপালা, শেকড়ও বোঝে না

আমিও কি গাছ?

আজ কেউ আমাকে দুঃখ দিয়ো না!

পূর্ববর্তী নিবন্ধকুমিরা-গুপ্তছড়া নৌপথে যেভাবে চলছে পারাপার
পরবর্তী নিবন্ধদুঃখ দিনের অন্ধকার