দুঃখ দিনের অন্ধকার

কুমকুম দত্ত | শুক্রবার , ৬ অক্টোবর, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

আমারে প্রেম দিয়া বাঁধো

দরদী প্রাণের মুর্শিদ ;

প্রেমে পার হয়ে যাই দরিয়ায়

পাখির চোখ জল ছলছল গভীর

স্পর্শে প্লাবিত আবৃত দেহের শহর ;

আড়ালে দুঃখ দিনের অন্ধকার

উড়ে প্রজাপতি মন ঘ্রাণে ;

বসন্তে ব্যাকুল ঝরাপাতা নির্জনে।

পূর্ববর্তী নিবন্ধশ্রীচট্টলেশ্বরী
পরবর্তী নিবন্ধজতুগৃহে চাঁদ