শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলামের ঈদ উপহার বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৮ এপ্রিল, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

সমাজের সকলস্তরের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে চন্দনাইশসাতকানিয়া আংশিক এলাকার ২টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার (শাড়ি, পাঞ্জাবী, লুঙ্গি) বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি।

তিনি গতকাল রোববার দুপুরে উপজেলার কাঞ্চননগরস্থ নিজ আঙ্গিনায় প্রধানমন্ত্রী প্রেরিত ঈদ উপহারসহ প্রায় ৫ হাজার পরিবারে এসব ঈদ উপহার বিতরণ করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমাদের সমাজের অনেক অসহায় মানুষ ঈদের সময় নতুন পোশাক কিনতে পারে না। সেজন্য তাদের মুখে হাসি থাকে না। তাই সমাজের সকল বিত্তবান মানুষের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। যাতে তাদের মুখে হাসি ফোটানো যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে দেশের কোনো মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। ঈদের খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে প্রধানমন্ত্রীর পক্ষে এসব ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।

একইদিন তিনি ঈদ উপহার হিসেবে ৩ হাজার পরিবারে চাউল, ডাল, চিনি, লবণ, তেল, মরিচ, লুদ, ধনিয়াগুড়াসহ বিভিন্ন প্রকারের পণ্য বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এমএ সাঈদ, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, ইউপি চেয়ারম্যান আবদুল আলীম (ধোপাছড়ি), এড. খোরশেদ বিন ইসহাক (হাশিমপুর), আমিন আহমেদ চৌধুরী রোকন (জোয়ারা), নাসির উদ্দীন টিপু (ধর্মপুর), ..ম মাহাবুবুল হক সিকদার (পুরানগড়), মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সুব্রত বড়ুয়া, কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হাকিম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন, কেওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ইউনুছ, সাধারণ সম্পাদক সুজন দাশ, সাইফুর রহমান, ফরিদ উদ্দীন, আতাউল ইসলাম, রফিক আহমদ, ওসমান গণি, হেফাজতর রহমান, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, মো. মামুন, কাফি চৌধুরী, সাকিব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবড়পুল মোড় ট্রাফিক পুলিশ বক্সে সিএমপি কমিশনার
পরবর্তী নিবন্ধসামাজিক সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে উন্নয়নের শিখরে নিতে কাজ করছে সরকার