শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ করার কাজ করছে বিলস

আলোচনা সভায় বিএনপি নেতা নজরুল ইসলাম

| শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার (বিলস) শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছে। ঐক্যবদ্ধ শ্রমিক সংগঠন কত শক্তিশালী হতে পারে প্রতিপক্ষ তা বুঝে। তাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করতে হবে।

গতকাল নগরীর আগ্রাবাদ হোটেলে বাংলাদেশ লেবার ফেডারেশন মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কামটির সদস্য ও বিলস এর মহাসচিব নজরুল ইসলাম খান উপরোক্ত কথা বলেন।

মহানগর সভাপতি নুরুল আবসার তৌহিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিলস চট্টগ্রামের চেয়ারম্যান এম এম নাজিম উদ্দীন, বিএলএফ নগর সহসভাপতি দেলোয়ার, শাহ আলম হাওলাদার, আবু আহমেদ মিয়া, চৌধুরী মো. আলি, নুরুল আবছার ভূঁইয়া, মো. সেলিম মিয়া, মাঈন উদ্দিন, মাসুম বিল্লা, সিরাজুল ইসলাম, আলমগীর হোসেন, খুরশিদ আলম, সিরাজুল ইসলাম ভূঁইয়া, হেলাল উদ্দীন, মো. ছাবের আহমেদ খান, সাইফুল ইসলাম শাহিন, কাজল ইসলাম, জাবেদ চৌধুরী, আবদুস সুমন, মো. রফিক, এম এম ইউ হেলাল, মো. ওমর ফারুক, তাওহিদুর রহমান মিন্টুসহ বিএলএফের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বিলস এর পুননির্বাচিত মহাসচিব নজরুল ইসলাম খান ও নির্বাহী সদস্য সৈয়দ রবিউল হক শিমুলকে সংবর্ধনা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে ৬শ ইয়াবাসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধ১০ ডিসেম্বরের সমাবেশ নয়া পল্টনেই হবে : নোমান