শোভনদন্ডী কলেজে মতবিনিময় সভা

| মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ৬:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি উল্লেখ করে বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষকের প্রয়োজন। শিক্ষাকে দৌরগোড়ায় পৌঁছে দিতে ভিসি ড. হুমায়ুন আখতারের নেতৃত্বে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। গতকাল সোমবার পটিয়ার শোভনদন্ডী ডিগ্রি কলেজ মিলনায়তনে শিক্ষকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কলেজ গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাউবি চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম, যুগ্ম পরিচালক মো. আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. হামিদ হোসাইন, শিক্ষা উপকমিটির সদস্য মো. আইয়ুব আলী, অধ্যাপিকা সিফাত শারমিন চৌধুরী, অধ্যাপক বিধান চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকধুরখীল বালিকা বিদ্যালয়ে বর্ষামঙ্গল অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধহিজরি নববর্ষ উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ