শেষ দিনের খেলাও ভেসে গেল বৃষ্টিতে

‘এ’ দল এবং এইচপি দলের চারদিনের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ‘এ’ দল এবং এইচপি দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচের শেষ দিনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে। শনিবার রাত থেকে টানা বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। যা গতকাল সারাদিন অব্যাহত ছিল। ফলে হোটেল থেকে বেরও হতে পারেনি দু দলের খেলোয়াড়রা। চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন থেকে বৃষ্টির বাগড়া শুরু হয়। দ্বিতীয় দিনের চা বিরতির পর আর মাঠে গড়ায়নি খেলা। তৃতীয় দিন খেলা হয়েছে মাত্র ৩৪ বল। তাই বলা যায় ম্যাচের অর্ধেকেরও বেশি চলে গেছে বৃষ্টির পেটে। এর আগে ম্যাচের প্রথম দিন ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল তাদের প্রথম ইনিংসে ৩৩৯ রান করেছিল। জবাবে ব্যাট করতে নামা এইচপি দল শুরুতেই বিপর্যয়ে পড়ে। দ্বিতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৩ উইকেটে করেছিল ৪১ রান। আর তৃতীয় দিনের ৩৪ বল খেলে কোন উইকেট না হারালেও যোগ করেছিল ১৪ রান। ৩১ রানে অপরাজিত ছিলেন তানজিদ হাসান। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে টি-টোয়েন্টি দলের বাইরে থাকা ক্রিকেটারদের প্রস্তুত রাখতে এই সিরিজের আয়োজন করে বিসিবি। সিরিজে আরো একটি চারদিনের ম্যাচ খেলবে ‘এ’ দল এবং এইচপি দল। এরপর তিনটি একদিনের ম্যাচ খেলবে দুদল। একদিনের ম্যাচের সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন মুশফিকুর রহিমও। ‘এ’ দলের হয়ে খেলছেন টেস্ট দলের অধিনায়ক মোমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলি রাব্বি, নাঈম হাসান। খেলার কথা ছিল মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেনদেরও।

পূর্ববর্তী নিবন্ধমোহামেডান ব্লুজের ফুটবল কমিটি গঠন উপলক্ষে সভা
পরবর্তী নিবন্ধজর্ডানের কাছে ৫ গোলে হার সাবিনাদের