শেখ হাসিনা সরকারের আমলে সারের জন্য কৃষকের প্রাণ হারানোর ভয় নেই: জাফর আলম এমপি

কক্সবাজারের পেকুয়ার শিলখালী ইউনিয়ন কৃষক লীগের কাউন্সিল

আজাদী অনলাইন | শুক্রবার , ১৫ জানুয়ারি, ২০২১ at ৯:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন কৃষক লীগের কাউন্সিল জারুল বুনিয়ার পানবাজারে শিলখালী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম বিকম-এর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সাংসদ সদস্য (এমপি) আলহাজ্ব জাফর আলম বিএ অনার্স এমএ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাফর আলম বলেন, “বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে এই দেশের কৃষক। কৃষকদের পণ্যের ন্যয্যমূল্য নিশ্চিত
করতে সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যে ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক প্রতিনিধি সম্পৃক্ত করা হয়েছে। এটা কৃষকদের জন্য খুবই
আনন্দের বিষয়।”
নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য কৃষকলীগের নেতাকর্মীদেরকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন কক্সবাজার জেলা কৃষক লীগের সহসভাপতি আনিসুল হক চৌধুরী, রিয়াজ মোর্শেদ, সজিদ দাস, ওয়াহিদুর রহমান ওয়ারেসী, আলহাজ্ব মেহের আলী, সাহেদ, খোরশেদ, চেয়ারম্যান জাহেদ, আবচার, শাহাদাত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল হাশেমের সমর্থনে সমাবেশ
পরবর্তী নিবন্ধরাউজান উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়