শেখ রাসেল শিশু-কিশোর পরিষদকে ১০০ ল্যাপটপ দিল সাইফ পাওয়ারটেক

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২০ at ৫:৩২ পূর্বাহ্ণ

পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদকে ১০০টি ল্যাপটপ প্রদান করেছেন সংগঠনের উপদেষ্টা এবং সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার মো. রুহুল আমিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে গতকাল রবিবার জাতীয় শিশু-কিশোর পরিষদকে এই ল্যাপটপ দেয়া হয়। এছাড়া মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ১ হাজার শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির অংশ হিসেবে প্রতি মাসে জন প্রতি ১৫ শত টাকা করে মোট ১ কোটি ৮০ লাখ টাকা অনুদান দেন তরফদার রুহুল আমিন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের কার্যক্রম পরিচালিত হয়। করোনা মহামারীর কারণে এবার সশরীরে উপস্থি হতে পারেননি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রধান পৃষ্ঠপোষক প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভার্চুয়ালি উপস্থিত থেকে আয়োজকদের ধন্যবাদ দেয়ার পাশাপাশি সংগঠন পরিচালনায় নানা পরামর্শ ও দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রকিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিন ছাড়াও তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী, উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা এবং সংগঠনের সভাপতি কেএম শহিদ উল্যা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবর্তক কলেজ ছাত্রলীগের মানববন্ধন
পরবর্তী নিবন্ধঅবিনাশী ৭১-এর প্রবাল চৌধুরী স্মরণসভা