শেখ রাসেল অনূর্ধ্ব-১১ একাডেমি ক্রিকেটে ব্রাদার্স ও রাইজিংয়ের জয়

| শনিবার , ১৪ অক্টোবর, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

শেখ রাসেল অনূর্ধ্ব১১ একাডেমি কাপ চ্যালেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর গতকাল শুক্রবার দামপাড়া পুলিশ লাইন্স মাঠে শুরু হয়েছে। গতকাল শুরুর দিনে সুলতানা কামাল ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৩০ রানে হারিয়েছে সৈয়দ মাহবুবুল হক এ জে ক্রিকেট একাডেমিকে। দিনের অপর ম্যাচে সুকান্ত বাবু ব্রাইট ক্রিকেট একাডেমি ৭ উইকেটে হার মেনেছে আরিফ সেরনিয়াবাত রাইজিং স্টারের বিরুদ্ধে।

দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ব্রাদার্স ১৫ ওভারের কার্টেল ম্যাচে ৫ উইকেটে ১০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাহাত খান ৪৭ বলে ৫৫ রান করে। জবাব দিতে নেমে এ জে ক্রিকেট একাডেমি পুরো ১৫ ওভার খেলে ৯ উইকেটে ৭২ রান সংগ্রহে সক্ষম হয়। ব্রাদার্সের পক্ষে তামজিদ ও রাহাত খান ৩টি করে উইকেট লাভ করে। অপর ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ব্রাইট। তারা ১৩.৩ ওভারে মাত্র ৪০ রানেই গুটিয়ে যায়। রাইজিং স্টারের তানসিন মাত্র ৭ রানে ৩ উইকেট লাভ করে। জবাব দিতে নেমে ৭.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৪১ রান তুলে নেয় রাইজিং স্টার। খেলা শেষে ম্যাচ সেরা ব্রাদার্সের রাহাত খান ও রাইজিং স্টারের তানসিনকে পুরস্কৃত করেন সিএমপি উপপুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারেজ ও সিজেকেএস নির্বাহী সদস্য অহিদ সিরাজ স্বপন।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে দাবা টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধকল্লোল সংঘের ফুটবল কমিটি গঠিত