শেখ মুজিবুর

অপু বড়ুয়া | বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ১০:২০ পূর্বাহ্ণ

আলোকলতা দোলকলতা

আমার সোনার স্বাধীনতা

অনেক দিনের কথা;

দুঃসহ সেই নির্মমতা।

অধীনতার শেকল পায়ে

জোর ছিল না কারোর গায়ে

হয়নি সাহস তুলতে মাথা

কষ্ট করুণ স্মৃতির গাথা।

এমন ধূসর দুঃসময়ে

তিনি এলেন সাহস হয়ে

তাঁর সে কঠিন বজ্রধ্বনি

হাওয়ায হাওয়ায় উঠল রণি।

কাঁপল শাসক দুরু দুরু

হলো ভীষণ যুদ্ধ শুরু

যুদ্ধ হলো জীবনক্ষয়ী

সেই লড়াইয়ে হলাম জয়ী।

পূর্ববর্তী নিবন্ধসেই ভাষণে
পরবর্তী নিবন্ধমুজিব