সেই ভাষণে

আলমগীর কবির | বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

সেই ভাষণে দ্রোহ আছে এক ভাষণে আশা,

প্রতিবাদের স্ফুলিঙ্গ আর ভাইয়ের ভালোবাসা।

সেই ভাষণে স্বপ্ন আছে সেই ভাষণে কাব্য,

মায়ের সমান দেশমাতাকে আপন করে ভাববো!

সেই ভাষণে গণজোয়ার হঠাৎ ধেয়ে আসে,

ভুল ভেসে যায় হঠাৎ আসা এমন জলোচ্ছ্বাসে!

এক ভাষণে এক হয়েছে মজুর কুলি চাষি,

সেই ভাষণে বেজেছিল স্বাধীনতার বাঁশি।

সেই ভাষণে দেশ জেগেছে সেই ভাষণে জাতি,

বঙ্গবন্ধু অকুতোভয় সাহসের এক বাতি।

পূর্ববর্তী নিবন্ধজাতির পিতা
পরবর্তী নিবন্ধশেখ মুজিবুর