সেইযে খোকা গেয়েছিল
শেকল ভাঙ্গার গান
সুর ছিল তার ফুল পাখি আর
তিরিশ লক্ষ প্রাণ।
আর কতদিন রইবো অধীন
ভাঙবো পায়ের বেড়ি
এই মাটিযে হাঁড় কাঁপানো
দামাল ছেলেদেরই।
হাতের ভাঁজে লিখলো সে এক
সোনার দেশের নাম
তর্জনীতে উঠলো কেঁপে
আকাশ অবিরাম।
তার ডাকেতে পুবের বাতাস,
সেও উঠেছে নেচে
কৃষক, শ্রমিক,মাঠের মজুর
মুক্তি আনে সেঁচে।
মুক্তিসুখে উঠলো হেসে
মুক্ত স্বাধীন দেশ
হিজল বনে,পাখির গানে
মুজিব থাকেন বেশ।