শুশ্রূষা

শুক্লা ইফতেখার | শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

জলের কাছে চাইতে এসেছি এ মনের শুশ্রূষা

জল বলে, জীবনের কাছে তোমার যত দেনা, তত আমি লোনা।

দু’হাত জড়ো হলেও কি জল গড়িয়ে পড়ে না ?

পাথরের কাছে জানতে এসেছি আরোগ্যের মর্মকথা,

পাথর বলে, নিভৃতে পুষে রাখো আমার মতো নিস্তব্ধতা

নিজেকেই সামলে নিতে হয় ঢেউয়ের তোলপাড়

কাছের কেউ কত কাছের, কেউ তা জানে না

হাতের মুঠিতে কি হাওয়া ধরে?

হাওয়া বলে, আমার স্বভাব সরে সরে যাওয়া

আমি চঞ্চল হলে কে দেবে তোমার স্থিতি?

ঘাটে ঘাটে ফিরে ফিরে কেঁপে কেঁপে উঠি

পূর্ববর্তী নিবন্ধবারুদগন্ধী মানচিত্র
পরবর্তী নিবন্ধমথুরা